Cvoice24.com


রোহিঙ্গা ক্যাম্পে নবজাতকের লাশ উদ্ধার, আটক ২

প্রকাশিত: ১৩:১৭, ৬ ডিসেম্বর ২০১৮
রোহিঙ্গা ক্যাম্পে নবজাতকের লাশ উদ্ধার, আটক ২

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় মা'সহ দুই জনকে আটক করে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলো উখিয়া কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ৪৮ নাম্বার সেডের বাসিন্দা মনোয়ারা বেগম (২৫) ও (স্থানীয়) নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের জলপাই পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল (২৬)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে, আটক দুজনকে রিমান্ডের আবেদন করা হবে।’

রোহিঙ্গাদের সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে উখিয়া কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটে সদ্যজাত শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, দীর্ঘ দিন ধরে রোহিঙ্গা নারী মনোয়ার সঙ্গে স্থানীয় ইসমাইলের পরকীয়ার সর্ম্পক ছিল। এর প্রেক্ষিতে এক শিশু সন্তান জন্ম নেয়। পরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া কতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে।

-সিভয়েস/আরএইচ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়