Cvoice24.com


শহীদ দৌলতের শাহাদাত বার্ষিকী পালন

প্রকাশিত: ১৪:৪৭, ৫ ডিসেম্বর ২০১৮
শহীদ দৌলতের শাহাদাত বার্ষিকী পালন

১৯৮৭ সালের ৫ডিসেম্বর স্বৈরচার বিরোধী আন্দোলনে চকরিয়ায় উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচী পালনকালে পুলিশের গুলিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা শহীদ দৌলত খানের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ ডিসেম্বর) বিকাল তিনটায় চকরিয়া পৌরসভা ছাত্রলীগের আয়োজনে চকরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমএ।

পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেলে রানা পারভেজের সঞ্চালনায় শহীদ দৌলতের কথা স্বরণ করে প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, ১৯৮৭ সালের ৫ই ডিসেম্বর স্বৈরচার বিরোধী আন্দোলনে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচী পালনকালে পুলিশের গুলিতে নিহত হন। আজ সেই দিনের বিভীষিকাময় দিনের কথা চকরিয়ার আওয়ামী লীগের পরিবারের মাঝে ক্ষত স্থান হয়ে থাকবে। শহীদ দৌলত সারা জীবন আমাদের অন্তরে জীবিত থাকবে।

তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর সংসদ জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। তাই আমি সকলের কাছে আহ্বান জানাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে টানা তৃতীয়বারের মত জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উজানটিয়ার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত উসমান, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা কুষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, পৌরসভা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হুমায়ন কবির, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুজরুল ইসলাম, সাধারণ সম্পদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ উদ্দিন, পৌরসভার সহ-সভাপতি রাজু দাশ প্রমুখ।

এদিকে সকাল থেকে শহীদ দৌলত খানের কবরে পুষ্পমাল্য দিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, শহীদ দৌলত স্মৃতি সংসদ, মাতামুহুরী থানা আওয়ামীলীগ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ, কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগ, চকরিয়া উপজেলা যুবলীগ, মাতামুহুরী থানা ছাত্রলীগ ও কৃষকলীগ।

 

-সিভয়েস/আরএইচ

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়