Cvoice24.com


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি

প্রকাশিত: ১০:০৭, ৩ ডিসেম্বর ২০১৮
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি

ফাইল ছবি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 
তুমি বাঙালি জাতির পিতা, 
আমার সংকীর্ণ চেতনায় তোমার 
শ্রেষ্ঠত্বের উপভাষা লেখার নেই সক্ষমতা। 

বঙ্গবন্ধু তুমি বায়ান্ন, ছেষট্টি, উনসত্তর, 
তুমি মানে  উত্তাল ঊনিশ শত একাত্তর। 

বঙ্গবন্ধু তুমি সাতই মার্চ, দশই জানুয়ারি, 
তুমি মানে  ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ী । 

বঙ্গবন্ধু তুমি পদ্মা, মেঘনা, যমুনা, 
 তুমি মানে দুরন্ত সাহস মুক্তিযুদ্ধের চেতনা। 

বঙ্গবন্ধু তুমি দামাল ছেলেরা উঠে মাতিয়া, 
তুমি মানে  সুদূর টেকনাফ থেকে তেতুলিয়া। 

বঙ্গবন্ধু তুমি গর্জে উঠা মুক্তিবাহিনীর হাতিয়ার, তুমি মানে  অধিকার আদায়ে ১৬ই ডিসেম্বর। 

বঙ্গবন্ধু তুমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, 
তুমি মানে পাক হায়েনা ভয়ে দেশ ছাড়া। 

বঙ্গবন্ধু তুমি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ, 
তুমি মানে  লাল সবুজ পতাকার দেশ। 

বঙ্গবন্ধু তুমি ভোরের অগ্নি সূর্য, সোনালী আকাশ, 
 তুমি মানে  মুক্তিযুদ্ধের গর্বিত ইতিহাস। 

বঙ্গবন্ধু তুমি নির্যাতনের শোষণের বিরুদ্ধে সোচ্চার,  তুমি মানে আজকের ডিজিটাল বাংলাদেশ স্বনির্ভর। 

বঙ্গবন্ধু তুমি লাখো বীরাঙ্গনার নিরাপদ  আশ্রয়, 
 তুমি মানে  জয় বাংলা, বাংলার জয়। 

বঙ্গবন্ধু তুমি অসংখ্য বীরের অমরগাঁথা, 
তুমি মানে আমাদের প্রাণের স্বাধীনতা। 

বঙ্গবন্ধু তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
বঙ্গবন্ধু তোমায় জানাই বিনম্র শ্রদ্ধায়,  শ্রদ্ধাঞ্জলি।

সিভয়েস/এএইচ

মু. এনামুল হক মিঠু

সর্বশেষ

পাঠকপ্রিয়