Cvoice24.com


নকল ঔষুধ যাচাই করা যাবে ড্রাগ এডমিন অ্যাপে

প্রকাশিত: ০৬:৩০, ১ ডিসেম্বর ২০১৮
নকল ঔষুধ যাচাই করা যাবে ড্রাগ এডমিন অ্যাপে

নকল ঔষুধ যাচাইয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের সহয়তায় এবংও ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যেগে একটি ওয়েব পোর্টাল ও মোবাইল এপ্লিকেশন ড্রাগ এডমিন(Drug Admin) তৈরি করা হয়েছে।

এটি ব্যবহার করে ইউনিক কোডের মাধ্যমে কোন ঔষুধ সঠিক কিনা যাচাই করা যাবে সেই সাথে ঔষুধ প্রশাসন কতৃক নির্ধারিত মূল্য যাচাই, ঔষধ প্রশাসন অধিদপ্তরে অভিযোগ করা যাবে।

গুগল প্লে স্টোর থেকে এপটি ডাউনলোড করা যাবে।

নভেম্বরের ১৫ তারিখের পর থেকে মুদ্রণকৃত সকল ঔষুধ এই অ্যাপের মাধ্যমে যাচাই করা যাবে।

পরীক্ষামূলক ভাবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ এর জিম্যাক্স ৫০০ ট্যাবলেট, সিপ্রোসিন ট্যাবলেট; ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ এর সিমপ্লভির ৪০০ ট্যাবলেট, ফ্রেক্সর ১০ ট্যাবলেট; নোভারটিস বাংলাদেশ লিঃ এর অ্যাসুনরা ১০ মিঃ গ্রাঃ ট্যাবলেট, জমেটা ১ মিঃ গ্রাঃ ইঞ্জেকশন;অপসোনিন ফার্মা লিঃ এর এ্যারেইন ২০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট,এন্টোরিস এম আর ৩৫ মিঃ গ্রাঃ ট্যাবলেট এবং রেনাটা লিমিটেড এর ফেনাডিস ৬০ মিঃ গ্রাঃ ট্যাবলেট ও জিথ্রিন ২৫০ মিঃ গ্রাঃ ট্যাবলেট এই দশটি ঔষুধ যাচাই করতে পারবেন ব্যবহারকারীরা।

 

-সিভয়েস/আরএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়