Cvoice24.com


বিপিএটিসি'তে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬:৩০, ২৯ নভেম্বর ২০১৮
বিপিএটিসি'তে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভারে ১৩ ধরনের পদে ৪৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ'সমূহ হলো _

পদ : সহকারী পরিচালক (প্রশিক্ষণ)। পদসংখ্যা : ৩টি। বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা।

পদ : মূল্যায়ন কর্মকর্তা। পদ সংখ্যা : ১টি। বেতন স্কেল : ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা।

পদ : গবেষণা কর্মকর্তা। পদ সংখ্যা : ৩টি। বেতন স্কেল : ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা।

পদ : সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা : ২টি। বেতন স্কেল : ১০,২০০/- ২৪,৬৮০/ টাকা।  

পদ : নিম্নমান সহকারী। পদ সংখ্যা : ১০টি। বেতন স্কেল : ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা।

পদ : কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা : ২টি। বেতন স্কেল : ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা।

পদ : ডাকরুম সহকারী। পদ সংখ্যা : ১টি। বেতন স্কেল : ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা।

পদ : টেলিফোন অপারেটর। পদ সংখ্যা : ১টি। বেতন স্কেল : ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা।

পদ : ক্যাফেটেরিয়া ক্যাশিয়ার। পদ সংখ্যা : ১টি। বেতন স্কেল: ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা।

পদ : ক্যাফেটেরিয়া প্রকিউরমেন্ট সহকারী। পদ সংখ্যা : ১টি। বেতন স্কেল: ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা।

পদ : গাড়ি চালক। পদ সংখ্যা: ৩টি। বেতন স্কেল : ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা।

পদ : ফটোকপি অপারেটর। পদ সংখ্যা : ৪টি। বেতন স্কেল : ৮,৮০০/- ২১,৩১০/ টাকা।

পদ : ডেসপ্যাস রাইডার। পদ সংখ্যা : ১টি। বেতন স্কেল: ৮,৮০০/- ২১,৩১০/ টাকা।

আবেদনের নিয়ম : প্রার্থীরা অনলাইনে http://bpatc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৭ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়