Cvoice24.com


বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

প্রকাশিত: ১২:৪১, ২৮ নভেম্বর ২০১৮
বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে ইসলামি বইমেলা। এই মেলা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ৬০টি স্টল অংশ নিয়েছে।

এতে আরও বলা হয়, মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থ এবং ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে ক্রেতারা সব বই পাবেন ৩০ শতাংশ ছাড়ে। গত ২০ নভেম্বর মেলার উদ্বোধন করেন ধর্মসচিব মো. আনিছুর রহমান।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়