Cvoice24.com


চিড়িয়াখানায় ঢুকতেই নজর কাড়বে ‍‘মিনি এভিয়ারি’

প্রকাশিত: ১৫:৩৬, ২১ নভেম্বর ২০১৮
চিড়িয়াখানায় ঢুকতেই নজর কাড়বে ‍‘মিনি এভিয়ারি’

চট্টগ্রাম চিড়িয়াখানায় উদ্বোধন হলো মিনি এভিয়ারি। এ ছোট্ট পক্ষীশালায় সমারোহ ঘটেছে বিচিত্র প্রজাতির পাখির। ছবি: মিনহাজ উদ্দিন (জন্টু)

চট্টগ্রাম চিড়িয়াখানায় বুধবার (২১ নভেম্বর) মিনি এভিয়ারি (ছোট্ট পক্ষীশালা) উদ্বোধনের মাধ্যমে সমারোহ ঘটেছে বিভিন্ন প্রজাতির পাখি। চট্টগ্রাম চিড়িয়াখানায় ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ন্যাচারাল মিনি এভিয়ারি বা ছোট্ট পক্ষীশালা। যার মধ্যে অবকাঠামো ব্যয় ধরা হয়েছে ২০ লাখ আর পাখি ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ টাকা। 

  ছবি: বাজি বার্ড (budgie bird)

  ছবি: লাভবার্ড (lovebird)

 

    ছবি: মেকাউ (Macaw)

   ছবি: আমেরিকান শোক কবুতর (American Mourning Dove)

 ছবি: লাভবার্ড (lovebird)

 ছবি: টিয়া (parakeet)

ছবি: পায়রা (pigeons)

ছবি: রিং-নেকলেড ফিশেন্ট (ring-necked pheasant)

ছবি: রেল পাখি (Rail bird)

চিড়িয়াখানায় ‘মিনি এভিয়ারি’ উদ্বোধন, আনা হবে ক্যাঙ্গারু আর উটপাখি

-সিভয়েস/এমইউ

মিনহাজ উদ্দিন

সর্বশেষ

পাঠকপ্রিয়