Cvoice24.com


সিডিএকে চসিকের অনুরোধ : প্রকল্প এলাকায় স্থাপনা নির্মাণ অনুমোদন না দিতে

প্রকাশিত: ০৫:৪৬, ১৬ নভেম্বর ২০১৮
সিডিএকে চসিকের অনুরোধ : প্রকল্প এলাকায় স্থাপনা নির্মাণ অনুমোদন না দিতে

বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ প্রকল্প এলাকায় কোন ধরনের স্থাপনা তৈরির অনুমোদন না দেয়ার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন।

গত সোমবার সিডিএর প্রধান প্রকৌশলী বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো সামসুদ্দোহা। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামকেও একই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন ওয়ার্ড এলাকায় সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও কুলগাঁওয়ে নির্মিতব্য বাস-ট্রাক নির্মাণ প্রকল্প ১২ অক্টোবর একনেকে অনুমোদিত হয়। এ প্রকল্পের আওতায় জালালাবাদে ১৬ একর জায়গা অধিগ্রহণ প্রয়োজন। অধিগ্রহণ পরিকল্পনায় সংশ্লিষ্ট বিএস দাগ মৌজা এলাকায় কোন ধরনের অবকাঠামো নির্মাণ অনুমোদন বা ছাড়পত্র প্রদান না করার জন্য অনুরোধ করা হচ্ছে। '

এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ২শ ২৯ কোটি ৯৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঐ টার্মিনালে প্রায় ৩'শ পরিবহনের পার্কিং ব্যবস্থাপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সিভয়েস/ইউডি/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়