Cvoice24.com


ইংরেজী সাইনবোর্ডের বিরুদ্ধে চসিকের অভিযান অব্যাহত

প্রকাশিত: ১৫:৩১, ১৫ নভেম্বর ২০১৮
ইংরেজী সাইনবোর্ডের বিরুদ্ধে চসিকের অভিযান অব্যাহত

ছবি : সিভয়েস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অভিযান চালিয়ে নগরীর মেহেদীবাগ রোডে ইংরেজীতে লেখা ২০টি সাইন বোর্ডে কালো রং দিয়ে মুছে দেয়া হয়েছে। অভিযান শেষে আগামী ৩ দিনের মধ্যে সকল সাইনবোর্ড ইংরেজী লেখার পাশাপাশি বাংলায় লেখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মহানগর এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ইতোপূর্বে পরিচালিত মোবাইল কোর্টের নির্দেশনা অনুসারে ইংরেজীর পাশাপাশি বাংলায় সাইন বোর্ড না লিখে মোবাইল কোর্ট কর্তৃক লাগানো কালো রং মুছে ফেলার অপরাধে মেহেদীবাগ এলাকার কে বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

-সিভয়েস/আরএইচ/এসএ/এমইউ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়