Cvoice24.com


নিঃসঙ্গতা দূর করতে পোষেন একশ' বিড়াল!

প্রকাশিত: ১৫:৩২, ৬ নভেম্বর ২০১৮
নিঃসঙ্গতা দূর করতে পোষেন একশ' বিড়াল!

অনেক দরিদ্র দেশে পরিবারের সদস্যদের, পথশিশুদের, অসহায়দের দু'মুঠো খাবার জোটে না। 

আবার অনেকের দু'মুঠো খাবার সংগ্রহে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু সেই মানুষদের সাহায্য না করে যখন বিড়াল পুষে প্রচুর অর্থ ব্যয় করা হয় তখন হয়তো সেটা অনেকের কাছে বেশি বলে মনে হবে। 

আর সেটা স্বীকারও করেছেন এক শ' বিড়াল নিয়ে বসবাস করা আমেরিকার ক্যালিফোর্নিয়ার লিনিয়া লাটানজিয়ো। 

তিনিও মনে করেন, তার কাজটা হয়তো একটু বেশি হয়ে গেছে। হয়তো অনেকে ভাববেন তিনি এক ধরনের আচ্ছন্নতার মধ্যে আছেন। 

তিনি জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর একা হয়ে পড়েন। 

চার হাজার ফুট প্রশস্তের এক ঘরে তাকে একা দিন কাটাতে হয়। পরে তিনি আশপাশ থেকে কয়েকটি বিড়াল বাড়িতে আনেন। এরপর তা বাড়তে থাকে। গত বছর শেষে একশ বিড়াল ছিল।

এখন তা বেড়ে দশগুণ হয়েছে। এদের দেখাশোনার জন্য এখন আছে ২৩ জন কর্মচারী। এমনকি এদের স্বাস্থ্যের দেখভালের জন্য ছোট্ট একটি হাসপাতালও রয়েছে। সেখানে রয়েছে একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট!  

সিভয়েস/এস.আর 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়