Cvoice24.com


দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি : শোকরানা মাহফিল

প্রকাশিত: ১৬:৫৯, ৫ নভেম্বর ২০১৮
দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি : শোকরানা মাহফিল

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল রোববার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের এই শোকরানা মাহফিল শুরু হয়। 

আরবি শিক্ষা কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে (তাকমিল) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমান স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেন আলেমরা। অবশ্য তারা এ অনুষ্ঠানকে বলছেন- শোকরানা মাহফিল। এতে সভাপতিত্ব করেন আল্লামা শাহ আহমদ শফী।

গুণীজন ও আলেমদের সমাগমে এক প্রকার জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। গায়ে পাঞ্জাবি-পায়জামা আর মাথায় টুপি পরে স্রোতের মতো টিএসসি ও মাজার গেট দিয়ে মাহফিল স্থানে প্রবেশ করেন সারাদেশ থেকে আসা বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল, বসার জন্য চেয়ার, বিভিন্ন স্থানে পর্য়াপ্ত সংখ্যক টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়। 

ওই দিন ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন আলেমরা। রাজধানীতে এই বড় সমাবেশ সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি ব্যবস্থা জোরদার করে। 

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়