Cvoice24.com


কারাবন্দি শহিদুলকে লুসি অ্যাওয়ার্ড প্রদান

প্রকাশিত: ০৬:২১, ৩০ অক্টোবর ২০১৮
কারাবন্দি শহিদুলকে লুসি অ্যাওয়ার্ড প্রদান

কারাবন্দি শহিদুল আলমকে সম্মানজনক লুসি অ্যাওয়ার্ড প্রদান করেছে লুসি ফাউন্ডেশন। তবে কারাবন্দি থাকায় স্বনামধন্য আলোকচিত্রী নিজে এ পুরস্কার গ্রহণ করতে পারেননি। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন বরেন্য বুদ্ধিজীবী গায়ত্রী স্পিভাক।

নিউইয়র্ক স্থানীয় সময় রোববার রাতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্বের খ্যাতিমান আলোকচিত্রীরা অংশগ্রহণ করেন।

লুসি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়েবসাইটে বলা হয়, আলোকচিত্রী শহিদুল আলমকে ‘হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড-২০১৮’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। চলতি বছরের ৫ আগস্ট তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র আন্দোলনে বিষয়ে মতামত প্রকাশের জন্যই তার এই পরিণতি হয়েছে। কিন্তু এটা মানবাধিকার লঙ্ঘন ও সাংবাদিকতার জন্য ভয়ংকর বাধা। তাই আমরা শহিদুল আলমের মুক্তি দাবি করছি। সেইসঙ্গে পৃথিবীর যে প্রান্তেই এ ধরনের ঘটনা ঘটছে, তার তীব্র নিন্দা জানাই।

প্রসঙ্গত, যথাযথ অবদানের জন্য প্রতিবছর ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড দিয়ে থাকে লুসি ফাউন্ডেশন। চলতি বছরের জুন মাসে শহিদুল আলমকে ১৬তম লুসি অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করেছিল সংস্থাটি।

-সিভয়েস/এসএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়