Cvoice24.com

টরন্টোয় বসবারত বাংলাদেশীদের উপচে পড়া ভিড়
টরন্টোতে প্রত্যয়'র নবান্ন উৎসবে গ্রাম বাঙলার প্রতিচ্ছবি উপস্থাপন

প্রকাশিত: ০১:৪৬, ৩০ অক্টোবর ২০১৮
 টরন্টোতে প্রত্যয়'র নবান্ন উৎসবে গ্রাম বাঙলার প্রতিচ্ছবি উপস্থাপন

প্রত্যয়'র নবান্ন উৎসবের আয়োজকবৃন্দ

এ যেন একখন্ড গ্রাম বাঙলার পদচারণা হল টরন্টোতে। নাচ-গান, কবিতা, আনন্দ উল্লাসে গ্রাম বাঙলার চিরায়িত প্রতিচ্ছবি উপস্থাপিত হয় প্রত্যয়'র নবান্ন উৎসবে। গত ২৮ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত উপস্থিত সকলে হারিয়ে যাই গ্রাম বাঙলার স্মরণে মনোমুগ্ধকর পরিবেশনায়। টরন্টোয় বসবারত বাংলাদেশীদের উপচে পড়া দর্শক উপস্থিতিতে শুরু হয় বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।  
সমবেত নবান্ন সংগীতে অংশগ্রহন করেন, সুনীতি, মৌ, তাহমীনা, রিদি, তুলি, পারভিন রোকেয়া, রাহীমা, রোমানা, পারভীন সুলতানা, দেওয়ান হক ও কামরু ভূঁইয়া। নৃত্য পরিচালনা ও প্রত্যয়ী ফ্যাশন শো পরিচালনা করেন মাসুদা পলি । ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন মাইসা, রাইসা, ফারহানা খান, মৌ, কামরু ভূঁইয়া, পারভীন রোকেয়া, দেওয়ান হক, পলি, রোমনা ও বিলাস । ছিল কানাডা ক্যানসার  সোসাইটি । উপস্থিত দর্শক ক্যানসার  নির্মূলে দান করেন সধ্য প্রয়াত  প্রত্যয়ের সদস্য ইসমাত নেলী, প্রক্ষাত শিল্পী  আইয়ুব বাচ্চু ও স্বাধীন বাংলা  রেডিওর স্মৃতির স্বরণে দাঁড়িয়ে এক মিনিট  নীরবতা পালন করা হয়।  অনুষ্ঠানে রমনীরা সেজে-গুজে আনন্দ উল্লাসিত সময় উপভোগ করেন।  জনপ্রিয় শিল্পীরা গানে গানে ও মনমাতানো নাচে দর্শকদের মাতিয়ে  রাখেন। শিল্পীদের মধ্য ছিলেন মুনিরা মুন্নী, মৌসুমী, রিদী, রিনী ও আরো অনেকে ।  উপস্থাপনায় ছিলেন ফারহানা মোতাহার ও মমো মীর।  প্রত্যয় কানাডার বর্তমান সভাপতি রফিক পাটোয়ারী, প্রত্যয় প্রতিষ্ঠাতা ও সাধারণ  সম্পাদক কামরু ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদিকা মাসুদা পলি ও দফ্তর সম্পাদিকা মৌ বেগম সকল প্রত্যয়ী উপদেষ্টা, সদস্যবর্গ ও দর্শকবৃন্দকে সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ  জানান। এছাড়াও ভবিষ্যতে  আরো মূলধারা ও কানাডিও সংষ্কৃতির সমন্বয়ে অনুষ্ঠান আয়োজনের আশা প্রকাশ করেন।

কানাডা প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়