Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ-গান নজর কাড়েন উপস্থিত সকলের
অন্যমেলা'র 'সৃজন সন্ধ্যায় জীবনানন্দ স্মরণ

প্রকাশিত: ০১:৩১, ৩০ অক্টোবর ২০১৮
 অন্যমেলা'র 'সৃজন সন্ধ্যায় জীবনানন্দ স্মরণ

অন্যমেলা'র 'সৃজন সন্ধ্যায় উপস্থিত সুধীজনরা

অন্যমেলার উদ্যোগে আয়োজিত সাহিত্য আসরে টরন্টো সিটিতে বসবাসরত আলোকিত জনদের উপস্থিতে জীবনানন্দ দাশকে স্মরণ করা হয়েছে। গত ২৬ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় মিজান অডিটোরিয়ামে জাকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 
অন্যমেলার প্রতিষ্ঠাতা শাদি আহমেদের সভাপতিত্বে  ও সাইদা বারীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত আসরটি উদ্বোধন করেন সর্বজন প্রিয় শহিদ খন্দকার টুকু। কবি ও লেখক মেহেরাব রহমানের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন নুর কাজী ও জামানা। কবিতা পাঠ করেন রেজা অনিরুদ্র, মেরি, জাহানারা, দিলারা নাহার ও সুমন। গান পরিবেশন করেন ফারহানা শান্তা, নির্ঝুম ও নাজমুল। নাচ পরিবেশন করেন ডালিয়া, বাধঁন ও সাঈদা প্রমূখ। 
অনুষ্ঠানে জীবনানন্দ দাশের কবিতা ও সাহিত্যকর্ম নিয়ে ডকুমেন্টারী উপস্থাপন করা হয়। এছাড়াও বাঙলা সাহিত্য-শিল্প-কৃষ্টি-ইতিহাস- এবং সমাজ সচেতনতামুলক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ-গান নজর কাড়েন উপস্থিত সকলের। 

কানাডা প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়