Cvoice24.com


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ১২ দেশের রাষ্ট্রদূত

প্রকাশিত: ১৪:৩৩, ৯ অক্টোবর ২০১৮
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ১২ দেশের রাষ্ট্রদূত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১২টি দেশের রাষ্ট্রদূত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে তারা কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। 

প্রতিনিধি দলে ছিলেন অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, উত্তর কোরিয়া, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সুইডেন, তুরস্ক, ইংল্যান্ডের রাষ্ট্রদূতরা।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জানান, বিকেলে তারা (রাষ্ট্রদূত) কুতুপালং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের কাছে তাদের সার্বিক বিষয় নিয়ে কথাও বলেন তারা।

এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন ১২ দেশের রাষ্ট্রদূতরা। মত বিনিময়কালে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় জনগণের উপর কী ধরণের প্রভাব পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন, অন্যত্র স্থানান্তরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সিভয়েস/এমডিকে/এমইউ

উখিয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়