Cvoice24.com


সার্জেন্টের সাহসী ভূমিকা : প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িকেও মামলা

প্রকাশিত: ১০:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৮
সার্জেন্টের সাহসী ভূমিকা : প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িকেও মামলা

মিরপুর ২-এ উল্টোপথে আসা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িকে ছবি তুলে প্রমাণ রেখে মামলা দিল ট্রাফিক সার্জেন্ট। সাবাস বাংলাদেশ। ভাল কাজগুলি আমাদের জানানো উচিত। অনেকেই মনে করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি মানে প্রধানমন্ত্রীর গাড়ি। বাস্তবে কিন্তু তা নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের প্রায় সকল দপ্তরের অফিস রয়েছে। ওদের ব্যবহৃত গাড়িগুলো রাস্তায় এ ধরণের কাজ করলে অনেকেই ক্ষোভ ঝাড়েন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর ওপর, যা কাম্য নয়। আশা করি আগামী দিনে সকলেই বিষয়টি অনুধাবন করবেন। ধন্যবাদ পুলিশ বাহিনীর সদস্যদের।

(মো. আবু নাছেরের ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া। যা তিনি “বাংলাদেশ এসোসিয়েশন অব কলসেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্য)” এর মহাসচিবের স্ট্যাটাস থেকে সংগ্রহ করেছেন।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়