Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


৪ বছরের শিশুর পেটে ২০৫টি কুল-খেজুর বীজ!

প্রকাশিত: ০৩:৫১, ২৬ আগস্ট ২০১৮
৪ বছরের শিশুর পেটে ২০৫টি কুল-খেজুর বীজ!

রুহদাসের অস্ত্রপচার করা হচ্ছে।

প্রায় এক বছর ধরে পেট ব্যথায় ভুগছিল ৪ বছরের শিশু রুইদাস। কিছুতেই যেন ঠিক হচ্ছিল না। শুধু ব্যথা আর ব্যথা। অবশেষে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ল আসল কাহিনী। চক্ষু ছানাবড়া হয়ে গেল চিকিৎসকদের। কারণ রুইদাসের পেটে ২০৩টি কুলের বীজ, একটি খেজুর বীজ ও একটি নাটবল্টু।

ভারতের হুগলীর গোঘাটে শ্যামবাজার গ্রামে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, চিকিৎসকের পরামর্শ মতে ১২ দিন আগে রুইদাসকে ভারতের বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়। পরে শনিবার চিকিৎসক নরেন মুখোপাধ্যায়ের নেতৃত্বে আটজনের একটি টিম অস্ত্রোপচার করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, রুইদাস ত্রাইকোবেজো নামে একটি বিরল মানসিক রোগের শিকার। এই রোগের ফলে অখাদ্য কুখাদ্য খাবার প্রবণতা বাড়ে। অস্ত্রোপচারের পর সুস্থ আছে রুইদাস।

-সিভয়েস/এস.এইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়