Cvoice24.com


সিংহ প্রজননে দেশসেরা বঙ্গবন্ধু সাফারি পার্ক

প্রকাশিত: ১৮:২৭, ৭ আগস্ট ২০১৮
সিংহ প্রজননে দেশসেরা বঙ্গবন্ধু সাফারি পার্ক

শৈশবে সিংহ মামার গল্পের সাথে আমরা সকলেই পরিচিত। এশিয়ার বিভিন্ন জঙ্গলে সিংহের বসবাস থাকলেও বাংলাদেশের বন্য পরিবেশে সিংহের দেখা মেলেনি কখনো। সারাবিশ্বেই জলবায়ু পরিবর্তন ও বনজঙ্গল ধ্বংস হবার কারণে বর্তমানে সিংহের সংখ্যা হাতে গোনা। আমাদের দেশে সিংহের অবস্থান বেশির ভাগই খাঁচার ভেতর।

২০১৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রতিষ্ঠাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকার জোহার্নেসবাগ থেকে মেসার্স ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে ২টি পুরুষ ও ৫টি মাদি সিংহ আনা হয়। এছাড়াও আনা হয় আরও ৪টি সাদা প্রজাতির সিংহ। আমাদের দেশের আবহাওয়ার সাথে দ্রুতই মানিয়ে নেয় সুদূর আফ্রিকা থেকে আনা এই সিংহগুলো।

গত পাঁচ বছরেই এই সাফারি পার্ক এখন সিংহ প্রজননে দেশের সেরা। বর্তমানে সাফারি পার্কে সিংহ পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫টিতে। কোর সাফারির সিংহ বেষ্টনীতে এখন ধারণ ক্ষমতার অতিরিক্ত সিংহ রয়েছে। খুব দ্রুতই কিছু  সিংহ অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, ‘ সিংহের খাদ্যাভ্যাসে বিশেষ নজরদারীর কারণে সিংহ প্রজননে আমরা সফলতা পেয়েছি। এ পার্কের মতো দেশের কোথাও এখন এত সিংহ নেই।  প্রজননে সাফল্য পাওয়ায় সাফারি পার্কের চাহিদা মিটিয়ে এখন কিছু সিংহ অন্যত্র স্থানান্তর জরুরী। না হলে ইনব্রিডিং (আন্ত:প্রজনন) এর মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সবচেয়ে অবাকের বিষয় আমরা আফ্রিকান ব্রাউন সিংহ হতে চারটি সাদা সিংহও পেয়েছি।’

পার্কের অপর বন্যপ্রাণী পরিদর্শক মো. সরোয়ার হোসেন খান জানান, পুরুষ সিংহের সাধারণত ওজন হয় ১৫০ এবং ২৫০ কেজি। স্ত্রীরা (সিংহী) সাধারণত ১১০ থেকে ১৯০ কেজি পর্যন্ত হয়। ২ থেকে ৩ বছর বয়সে সিংহী প্রজননক্ষম হয়। সিংহ জন্মের পর অন্ধ থাকে; তারা এক সপ্তাহ বয়সে চোখ খুলে এবং ২ সপ্তাহ বয়স না হলে তাঁরা ভালো করে চোখে দেখতে পারে না। যখন দেখা যায় সিংহী নিজের চাহিদা মিটিয়ে অতিরিক্ত খাবার নিয়ে যাচ্ছে তখনই জানা যায় বাচ্চা প্রসব করেছে। তারা প্রাকৃতিক পরিবেশে সন্তানের পরিচর্যা নিজেরাই করে থাকে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, ‘এপার্কে প্রাণীরা বন্য পরিবেশে উন্মুক্ত থাকে। দর্শনার্থীরা আবদ্ধ অবস্থায় গাড়িতে করে তা উপভোগ করে। বন্য পরিবেশ ও কর্তৃপক্ষের নজরদারীর কারণেই এখানে প্রাণীদের বংশবৃদ্ধি বাড়ছে। আর সিংহ প্রজননে এখন এপার্কই দেশের সেরা অবস্থানে রয়েছে।’

সিভয়েস/এএইচ

বিচিত্র-বিশ্ব ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়