Cvoice24.com


কবিগুরু রবীন্দ্র নাথের প্রয়াণ দিবস আজ

প্রকাশিত: ০৪:২৭, ৬ আগস্ট ২০১৮
কবিগুরু রবীন্দ্র নাথের প্রয়াণ দিবস আজ

আজ কবিগুরুর ৭৮তম প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ (১৯৪১ খ্রিস্টাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। ১৯৩০-এর দশক থেকেই রবীন্দ্রনাথ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। জীবনের শেষ চার বছর তিনি বেশ অসুস্থ ছিলেন। ১৯৩৭ সালে তিনি একবার গুরুতর অসুস্থ হন। এর পর কিছুটা সুস্থ হলেও ১৯৪০ সালে তার অসুস্থতা বেড়ে ওঠে। তিনি তার শেষ জীবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা এবং মানবতার সংকট দেখে দুঃখিত হন। তবু তিনি মানবতার জয়ে আস্থা হারাননি।

১৯৪১ সালে শেষবারের মতো শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোর প্রাসাদে চলে আসতে হয় অসুস্থ কবিকে। সে সময়কার বিখ্যাত চিকিৎসকরা তার চিকিৎসা করেন। কিন্তু কবির অবস্থার দিন দিন অবনতি হতে থাকে। অসুস্থ অবস্থাতেও তিনি কবিতা লিখতেন।

এ সময়ের কবিতাগুলোয় প্রবল হয়ে ওঠে মৃত্যুচেতনা ও জীবনদর্শন। তার শেষ সময়ের লেখা একটি কবিতায় তিনি বলেছেন, ‘আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন...।’ মৃত্যুর সাত দিন আগেও কবিতা লিখেছেন তিনি।

-সিভয়েস/এস.এইচ

 

২২ শে শ্রাবণ তার পার্থিব জীবনের সমাপ্তি ঘটলেও বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠ আসন অধিকার করে আছেন চিরদিনের জন্য।

সিভেয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়