Cvoice24.com


ছাত্রদের আন্দোলনকে যৌক্তিকভাবে নিয়েছে পুলিশ

প্রকাশিত: ১৫:১২, ২ আগস্ট ২০১৮
ছাত্রদের আন্দোলনকে যৌক্তিকভাবে নিয়েছে পুলিশ

আমেনা বেগম। ফাইল ছবি

নিরাপদ সড়কের দাবিতে উত্তাল ছিল বন্দরনগরী। তবে ছাত্রদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। তাদের কোন সহিংস আচরণ দেখা যায়নি। এ জন্য পুলিশও বেশ প্রশংসা করেছে। কিন্ত গত দুইদিনের আন্দোলনে নাগরিক ভোগান্তি বেড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে।

সার্বিক বিষয় নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগমের সাথে মুখোমুখি হয়েছিলেন সিভয়েস ।
তিনি এ প্রতিবেদককে বলেন, ছাত্ররা নিরাপদ সড়ক চাই নিয়ে আন্দোলন করছে। এজন্য তারা রাস্তায় নেমেছে।  যদিও জন সাধারণের সাময়িক অসুবিধা হচ্ছে, তারপরও পুলিশ ছাত্রদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণও তাদের সমর্থন জানিয়েছে।

এতে পুলিশ ব্যবস্থার উপর প্রভাব পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ছাত্ররা তো আইন, প্রশাসন বোঝে না। পুলিশকে তারা সহায়তা করছে বলে জনগণ তাদের সাথে আছে। তাছাড়া তারা তো সব সময় মাঠে থাকতে পারবে না। পুলিশ পুলিশের মতোই কাজ করে যাচ্ছে।

সিভয়েস/এমআইএম/এসএ/কেএম

মনিরুল ইসলাম মুন্না

সর্বশেষ

পাঠকপ্রিয়