Cvoice24.com


ফটিকছড়িতে চাচা ভাতিজিসহ আ.লীগের মনোনয়নপত্র নিলেন ১৬ জন

প্রকাশিত: ০৮:২০, ১২ নভেম্বর ২০১৮
ফটিকছড়িতে চাচা ভাতিজিসহ আ.লীগের মনোনয়নপত্র নিলেন ১৬ জন

খাদিজাতুল আনোয়ার সনি ও ফখরুল আনোয়ার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় গত তিনদিনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রায় ১৬ জন।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র শুক্রবার (১০ নভেম্বর) বিক্রি শুরু করে। 

ফটিকছড়ি আসনের জন্য শুক্রবার, শনিবার ও রবিবার পর্যন্ত  প্রায় ১৬ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তারা হলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, উত্তর জেলা অাওয়ামী লীগের সদস্য মোহামম্মদ শাহজাহান, সাবেক ছাত্র নেতা হুসাইন মোহাম্মদ অাবু তৈয়ব, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য খাদিজাতুল অানোয়ার সনি, ব্যারিস্টার কাজী মোহাম্মদ তানজিবুল আলম, প্রকোশলী রাজীব বড়ুয়া, সৈয়দা রাজীয়া মোস্তাফা, চেয়ামরম্যান সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, হেলাল মোহাম্মদ নূরী, মোহাম্মদ মিজানুর, আখতার উদ্দীন মাহমুদ পারভেজ, সাদাত আনোয়ার সাদী, ড. ফয়সাল কামাল।

মনোনয়নপত্র গ্রহনকারী ফখরুল আনোয়ার হচ্ছেন সাবেক সাংসদ মরহুম রফিকুল আনোয়ারের ভাই। আর খাদিজাতুল আনোয়ার সনি হচ্ছেন রফিকুল আনোয়ারের মেয়ে। সে হিসেবে ফখরুল আনোয়ার ও খাদিজাতুল আনোয়ার সনি আপন চাচা ভাতিজি।

এদিকে উপজেলাজুড়ে মনোনয়নপত্র গ্রহনকারীদের নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কে পেতে যাচ্ছেন মনোনয়ন? দলীয় নাকি জোটের কেউ?

-সিভয়েস/এসএইচ

ফটিকছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়