Cvoice24.com


পেকুয়ায় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ০৭:৪৮, ১২ নভেম্বর ২০১৮
পেকুয়ায় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

মাদকসেবনের দায়ে পুলিশের হাতে আটক কপিল উদ্দীন।

কক্সবাজারের পেকুয়ায় মাদকসেবনের দায়ে কপিল উদ্দীন প্রকাশ খোকন (২৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১২ নভেম্বর) দুপুরে তাকে এ কারাদণ্ড দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল করিমের আদালত। 

দণ্ডপ্রাপ্ত যুবক কপিল উদ্দীন পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, পিতা-মাতার লিখিত অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল করিমের নেতৃত্বে পেকুয়া থানার এএসআই নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাদকসেবনের সরঞ্জামাদিসহ কপিল উদ্দীনকে তার বাড়ি থেকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকসেবনের দায়ে আটক কপিল উদ্দীনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল করিম।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত যুবক কপিল উদ্দীনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সিভয়েস/এএইচ
 

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়