Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


চট্টগ্রাম কাস্টমে সিএন্ডএফ এজেন্টদের হট্টগোল

প্রকাশিত: ১২:৫৯, ১১ নভেম্বর ২০১৮
চট্টগ্রাম কাস্টমে সিএন্ডএফ এজেন্টদের হট্টগোল

ছবি : সিভয়েস

চট্টগ্রাম কাস্টম হাউসে হয়রানির অভিযোগে হট্টগোল করেছে সিএন্ডএফ এজেন্ট কর্মকর্তারা। কাস্টমস এর ১৪ নম্বর সেকশনের বন্ড শাখায় আমদানিকৃত পণ্য ছাড় না দেয়ায় সিএন্ডএফ এজেন্টসের কর্মকর্তারা ক্ষুদ্ধ হয়ে উঠে। 

১৪ নম্বর সেকশনের সামনে এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতির সামনে একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করলে এক পর্যায়ে সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিএন্ডএফ এজেন্ট কর্মকর্তাদের অভিযোগ আমদানিকৃত পণ্যের সব কিছু সঠিক থাকলেও রেভিনিউ অফিসার এআইআর শাখার মাধ্যমে তাদের পণ্য লক করে রাখে। রোববার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। 

সিএন্ডএফ এজেন্ট এএইচ সিন্ডিকেটের কর্মকর্তা সুমন সিভয়েসকে বলেন, চট্টগ্রামের একটি বৃহৎ শিল্প গ্রুপ এক কন্টোইনার ফেব্রিক্স আমাদানি করে। পণ্যের যাবতীয় ডকুমেন্ট সঠিক থাকার পরও এআইআর (অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ) শাখার মাধ্যমে পণ্য লক করে দেয়। বাড়তি আর্থিক সুবিধা নেওয়ায় জন্য সেকশন ১৪ এর কর্মকর্তারা সিএন্ডএফ এজেন্টদের হয়রানী করছে বলে অভিযোগ করেন সুমন। 

একই অভিযোগ করেন সিএন্ডএফ এজেন্ট অগ্রণী অনলাইন প্রাইভেট লিমিটেডের এক কর্মকর্তা। তিনি বলেন, এমএইচসি এপ্যারেলস প্রা. লি. এর জন্য আমদানিকৃত ফ্রেব্রিক্স সেকশন ১৪ এর কর্মকর্তারা আটকে দেয়। 

এ বিষয়ে কাস্টম হাউসের এআইআর শাখার রেভিনিউ অফিসার সুলতান আহমদ বলেন, বিনা কারণে এআইআর শাখা কর্তৃক পণ্য লক করার প্রশ্নই আসেনা। নিশ্চই আমদানিকৃত পণ্যে কোন ত্রুটি রয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (কাস্টমস, ভ্যাট এন্ড এক্সাইজ) মোহাম্মদ মেহরাজ উল আলম সম্রাট বলেন, সিএন্ডএফ এজেন্টদের হট্টগোল করার ঘটনা নিত্যদিনের। আজ (রোববার) হয়তো একটু বেশি হয়েছে। পরবর্তীতে ঘটনার সমাধান হয়ে গেছে। 

সেকশন ১৪ এর দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা (হেডকোয়ার্টার এডমিন) নাজিম উদ্দিন বলেন, কিছুটা হট্টগোলের ঘটনা ঘটেছিলো। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি তাদের বুঝিয়ে সমাধান করেছেন। সিএন্ডএফ কর্মকর্তাদের হয়রানীর অভিযোগ অস্বীকার করেন তিনি। 

এ বিষয়ে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন সিভয়েসকে বলেন, সিএন্ডএফ এজেন্টের কর্মকর্তারা সিস্টেমজনিত অস্পস্টতার কারণে জড়ো হয়ে আমার কাছে এসেছিলো। বিষয়গুলো বোঝার পর তারা নিজ নিজ কাজে চলে গেছে। 

-সিভয়েস/এসসি/এসএ/এমইউ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়