Cvoice24.com


টরন্টোতে ৫ম বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০ ও ২১ এপ্রিল

প্রকাশিত: ০৪:৪২, ৯ নভেম্বর ২০১৮
টরন্টোতে ৫ম বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০ ও ২১ এপ্রিল

বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই চমক। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই তারকা মেলা, উপচেপড়া দর্শক এবং টিকিট সোল্ডআউট। টানা চারবারের অভাবনীয় সাফল্যের পর আগামী বছরের ২০ ও ২১ এপ্রিল কানাডার বাণিজ্যিক নগরী টরন্টোতে অনুষ্ঠিত হবে পঞ্চম বাংলাদেশ ফেস্টিভ্যাল। ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে ১৯০ রেলসাইড রোডের অত্যাধুনিক ‘টরন্টো প্যাভিলিয়ন’। 

বাংলাদেশ ফেস্টিভ্যালের বিগত আয়োজনগুলোতে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি তারকারা। তাদের মধ্যে এগারোবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবিনা ইয়াসমিন, প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদী, কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভমিতা, কোকিল কন্ঠী সামিনা চৌধুরী, এভারগ্রিন কুমার বিশ্বজিত, হার্টথ্রব আঁখি আলমগীর, প্লেব্যাক যুবরাজ আগুন, গানের পাখি মৌটুসি, জনপ্রিয় শিল্পী চন্দন সিনহা, দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, চিত্র নায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানি উল্লেখযোগ্য।

গত বছর বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে শুভেচ্ছাবাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অন্টারিও প্রিমিয়ার ক্যাথলিন উইন, টরন্টো মেয়র জন টরি, বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অন্টারিওর ইমিগ্রেশন মিনিস্টার লরা এ্যালবেনিজ, এডুকেশন মিনিস্টার মিটজি হান্টার, এনডিপির জগমিত সিং, অন্টারিও কনজারভেটিভ পার্টির প্রধান ডগ ফোর্ড, কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান, বিল ব্লেয়ার এমপি, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপিসহ আরও অনেকে।

প্রতিবছর ৭২ সদস্যের একটি টিম এই আয়োজনকে সফল করতে দিনরাত কাজ করে। খুব শিগগিরিই ফেস্টিভ্যাল উদযাপন কমিটির সকল সদস্যের নাম ঘোষণা করা হবে।

পঞ্চম বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষে সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বললেন, বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে থাকবে ভিন্নতা। বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাতো থাকছেই, পাশাপাশি কানাডা এবং আমেরিকার ভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনা এবার ভিন্নমাত্রা যোগ করবে। প্রতিবারের মত এবারও কানাডার মূলধারার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা আলোকিত করবেন ফেস্টিভ্যাল মঞ্চ।

বাংলাদেশ ফেস্টিভ্যাল সংক্রান্ত সকল যোগাযোগ- ফোন : 416-262-9642, 647-923-8233, 647-933-6763 ইমেইল : [email protected]

সিভয়েস/এএইচ

কানাডা প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়